কি সেবা কিভাবে পাবেন
যুব উন্নয়ন অধিদপ্তর, রাজবাড়ী কর্তৃক প্রদত্ত সেবা কার্যক্রম
যুব উন্নয়ন অধিদপ্তর, যে সব সেবা প্রদান করে থাকে তার বিস্তারিত বিবরণ নিম্নে দেয়া হলো :
০১| প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারনত ০২(দুই) ধরণের প্রশিক্ষণ সেবা দিয়ে থাকে
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ |
খ) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ |
প্রাতিষ্ঠানিক প্রখিক্ষণ ট্রেড সমূহ :
ট্রেডের নাম :
০১| গবাদিপশু,হাঁসমুরগী পালন উহাদের প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ |
# মেয়াদ : ২ মাস ১৫ দিন|
# প্রশিক্ষণ শুরুর সময় : জুলাই. অক্টোবর, জানুয়ারী, এপ্রিল মাসের ১৫ তারিখ |
# আসন সংখ্যা : ৬০ জন |
# শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস |
# কোর্স ফি : ১০০/- (একশত) টাকা |
# প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ৩,০০০/-( তিন হাজার) টাকা হারে ভাতা প্রদান করা হয় |
০২| পোষাক তৈরী প্রশিক্ষণ :
# মেয়াদ : ৩ মাস
# প্রশিক্ষণ শুরুর সময় : জুলাই, অক্টোবর, জানুয়ারী, এপ্রিল মাসের ০১ তারিখ |
# আসন সংখ্যা : ২৫ জন
# কোর্স ফি : ৫০ টাকা |
০৩| মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ :
# মেয়াদ : ০১ মাস |
# প্রশিক্ষণ শুরুর সময় : প্রতিমাসের ০১ তারিখ |
# আসন সংখ্যা : ২৫ জন
# শিক্ষসাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস |
# কোর্স ফি : ৫০/- টাকা |
০৪| কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন ট্রেড :
# মেয়াদ : ৬ মাস |
# প্রশিক্ষণ শুরুর সময় : জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ |
# আসন সংখ্যা : ৭০ জন
# শিক্ষাগত যোগ্যতা : এইচ,এস,সি/সমমান পাস |
# কোর্স ফি : ১,০০০/- ( এক হাজার ) টাকা |
# প্রতিবন্ধীদের কোর্স ফি লাগে না |
০৫| ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং :
# মেয়াদ : ৬ মাস |
# প্রশিক্ষণ শুরুর সময় : প্রতি জানুয়ারী এবং জুলাই মাসের ০১ তারিখ |
# আসন সংখ্যা : ৩০ জন
# শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস |
# কোর্স ফি : ৩০০ টাকা |
০৬| ইলেকট্রনিক্স :
# মেয়াদ : ৬ মাস |
# প্রশিক্ষণ শুরুর সময় : প্রতি জানুয়ারী এবং জুলাই মাসের ০১ তারিখ |
# আসন সংখ্যা : ৩০ জন
# শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস |
# কোর্স ফি : ৩০০ টাকা |
০৭| রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং :
# মেয়াদ : ৬ মাস |
# প্রশিক্ষণ শুরুর সময় : প্রতি জানুয়ারী এবং জুলাই মাসের ০১ তারিখ |
# আসন সংখ্যা : ৩০ জন
# শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস |
# কোর্স ফি : ৩০০ টাকা |
প্রশিক্ষণ সমূহ গ্রহণে আগ্রহী রাজবাড়ী জেলার বেকার যুব/ যুব মহিলাগণ যোগাযোগ করবেন |
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
আলাদিপুর, রাজবাড়ী
টেলিফোন : ০৬৪১-৬৫৫৬৯ | ই-মেইল : E-mail : ddrajbari@dyd.gov.bd
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সকল, রাজবাড়ী |
অপ্রাতিষ্ঠানিক ( ভ্রাম্যমান ) ট্রেড সমূহ ( উপজেলা পর্যায়ে ) :
সাধারনত: উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয় | এলাকার শিক্ষা প্রতিষ্ঠান/ক্লাব এ প্রশিক্ষণের ভেন্যু হিসেবে ব্যবহার করা হয় | অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন গ্রহণে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না | যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরুপ :
# পারিবারিক হাঁস-মুরগী পালন
# গরু মোটাতাজাকরণ
# গাভী পালন
# বসতবাড়ীতে সবজি চাষ
# বনায়ন ও নার্সারী
# ছাগল পালন
# মাশরুম চাষ এবং
# স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রেড নির্ধারণ করে প্রশিক্ষণ দেয়া দয় |
# যোগাযোগের ঠিকানা : উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ( সকল ), রাজবাড়ী |
ঋণ কর্মসূচি
যুব উন্নয়ন অধিদপ্ত সাধারনত: দুই ধরণের ঋণ দিয়ে থাকে
১) ব্যক্তি ঋণ
২) গ্রুপ ঋণ
ব্যক্তি ঋণ/যুব ঋণ : শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণের পর লাভ জনক প্রকল্প গ্রহণকারীকে এ ঋণ প্রদান করা হয় | ব্যক্তি ঋণ আবার দুই প্রকার
(ক) প্রাতিষ্ঠানিক ঋণ : প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীর অনুকূলে যে ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান সর্বোচ্চ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা |
(খ) অপ্রাতিষ্ঠানিক ঋণ : অপ্রাতিষ্ঠানিক ট্রেডে যে কোন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণকারী যুবদের প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য সর্বোচ্চ ৭৫,০০০/- টাকা পর্যন্ত এ শ্রেণীর আওতায় ঋণ প্রদান করা হয় |
সফল ভাবে ঋণ পরিশোধকারীকে ৩ বার পর পর ঋন প্রদান করা হয় | ঋণের সার্ভিস চার্জের পরিমান- ১০% যা ক্রমহ্রাসমান হারে ৫% এ নির্ধারিত হয় |
যোগাযোগের ঠিকানা : উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় , সংশ্লিষ্ট উপজেলা, রাজবাড়ী |
গ্রুপ ঋণ :
পরিবারের সদস্যদের নিয়ে ৫ সদস্য বিশিষ্ট গ্রুপ গঠন করে এ প্রকারের ঋণ দেয়া হয় | পরিবারের ঐতিহ্য রক্ষা ও মূল্যবোধ সমুন্নত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস